মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আপডেট সময় :
২০২৫-০৫-১১ ০১:২৭:৫৬
মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন ইউএনও লিখন বনিক।
মেহেদী রাকিব মনপুরা (ভোলা) প্রতিনিধি।
ভোলার মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে গান, চিত্রাংকন ও হাতের লেখা সুন্দর তিন ক্যাটাগরীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১১ টায় উপজেলা হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ে ৭ স্কুলের ৬০ জন প্রতিযোগি অংশগ্রহন করে।
এই সময়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান, হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, কালী পিয়ারী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ সাইফুদ্দিন, কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুদ্দিন জাবের সহ অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স