ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত বাড়ি


আপডেট সময় : ২০২৫-০৫-১০ ১৮:৫৩:৫৪
কাউখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত বাড়ি কাউখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত বাড়ি



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বসতবাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।


এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) আনুমানিক সকাল সাতটার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামের খগেন মিস্ত্রির কাঠের টিন সেট ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ সময় ঘরে কেউ ছিলনা। এলাকাবাসী ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণের আনার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।


আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ঘরের ভিতরে শুকনা সুপারি, চাউল, আসবাবপত্র, জরুরী কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, আগুনের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে আগুন লাগল তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেছেন।


উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ খলিলুর রহমান জানান, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্যারের মাধ্যমে আগুনের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমানের তালিকা করা হচ্ছে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ