প্রতারণা মামলার ০২ জন আসামী নারায়ণগঞ্জ মদনপুর হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
প্রতারণা মামলার ০২ জন আসামী নারায়ণগঞ্জ মদনপুর হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : প্রতারণা মামলার ০২ জন আসামী নারায়ণগঞ্জ মদনপুর হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
গত ৩০/০৬/২০১২ হইতে ১৬/০২/২০২৫ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে ‘‘মানামা প্রপার্টিজ লিমিটেড’’ এর ম্যানেজিং ডিরেক্টর মনির আহমেদ (৪২) এর সাথে নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও থানাধীন কোশাবো মৌজার পৃথক ০২ টি নাল জমি ক্রয়-বিক্রয়ের জন্য আসামী মীর আব্দুর রহিম (৩০) ও মোস্তাক আহমেদ (৪৩)’দ্বয়ের চুক্তিবদ্ধ হয় এবং আসামীদ্বয় বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে ২৩,৫০,০০০/- (তেইশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ করে।
পরবর্তীতে আসামীদ্বয় প্রতারণার আশ্রয় নিয়ে উল্লেখিত কোম্পানীর নামে জমি রেজিষ্ট্রি না করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্যস্থতায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ফেরৎ প্রদান করে এবং বাকী ২০,৫০,০০০/- (বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আসামীদ্বয় প্রতারণা পূর্বক আত্মসাত করে। পরবর্তীতে ‘‘মানামা প্রপার্টিজ লিমিটেড’’ এর ম্যানেজিং ডিরেক্টর মনির আহমেদ (৪২) এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি, তেজগাঁও থানার মামলা নং- ১৫, তারিখ- ১৩/০৪/২০২৫ খ্রি., ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতারণায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে
এরই প্রেক্ষিতে গতকাল ০৯/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ২০.২০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় আসামী ১। মীর আব্দুর রহিম (৫০), পিতা- মৃত খাদেম আলী মুন্সী, সাং- দেওয়ানবাগ, এবং একই তারিখ রাত অনুমান ২০.৪২ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর ইউনিয়ন পরিষদের সামনে হতে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী ২। মোস্তাক আহমেদ (৪৩), পিতা- জয়নাল আবেদিন, সাং- আন্দির পাড়, উভয় থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স