বুড়িচংয়ে হাট-বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে টক লিচু
আপডেট সময় :
২০২৫-০৫-১০ ০১:৫৩:১৪
বুড়িচংয়ে হাট-বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে টক লিচু
মোঃ আবদুল্লাহ বুড়িচং।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। তবে এ লিচু অপরিপক্ব, স্বাদহীন ও টক। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা।
বেশি লাভের আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ব এসব লিচু বাজারে বিক্রি করছেন। ক্রেতারাও এসব অপরিপক্ব লিচু চড়া দামে কিনছেনও। অপরিপক্ব এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতি ১০০ পিস লিচু ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবার লিচু আকারে ছোট ও স্বাদে টক।
বিভিন্ন স্থানে মৌসুমী ফল ব্যবসায়ীরা দেশি জাতের লিচু বেচাকেনা করছেন। এসব লিচু আকারে ছোট ও অপরিপক্ব।
লিচু বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ৭ দিন ধরে এখানে লিচু বিক্রি করছি। ১০০ লিচু ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ফল হিসেবে অনেকেই কিনছে।
জাকির হোসেন বলেন, এখন বাজারে দেশি লিচু উঠতে শুরু করেছে। দুই সপ্তাহ পরে বোম্বাই লিচু উঠবে। দেশি লিচুর বেচাকেনা জমজমাট হয়ে ওঠে। সেজন্য বেচাকেনা তেমন দেখা যাচ্ছে না।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স