ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ নিয়ামতপুর চৌরা-সামাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুতালা ঘরের টিন উড়ে যায়


আপডেট সময় : ২০২৫-০৫-১০ ০০:৪২:৪৯
নওগাঁ নিয়ামতপুর চৌরা-সামাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুতালা ঘরের টিন উড়ে যায় নওগাঁ নিয়ামতপুর চৌরা-সামাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুতালা ঘরের টিন উড়ে যায়
 

 
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিন উড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 
 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

 
এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন। ওই এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কীভাবে ককটেল সদৃশ ৪-৫টি বস্তুর বিস্ফোরণ ঘটল তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এতে টিনের চালা উড়ে গেছে।


কে বা কারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে অনেকে বলছেন ধান কাটার শ্রমিকেরা ওই বাড়িতে থাকতেন। তাদের মাধ্যমেও আসতে পারে অথবা বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে ককটেল মজুত করেছিল।

 
 ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।







 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ