ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় গাছ থেকে আম পাড়তে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত


আপডেট সময় : ২০২৫-০৫-০৯ ২২:২৪:৪৭
ব্রাহ্মণপাড়ায় গাছ থেকে আম পাড়তে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত ব্রাহ্মণপাড়ায় গাছ থেকে আম পাড়তে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুতর আহত


মোঃ অপু খান চৌধুরী।


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজের গাছ থেকে আম পাতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় এমদাদুল হক ভূইয়া (৬০) নামে ১ জন গুরুতর আহত হয়েছে। গতকাল ৯ মে (শুক্রবার) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা উত্তর ভুইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত এমদাদুল হক ভূঁইয়া উপজেলার বেজুরা গ্রামের সিদ্দিকুর রহমান ভূঁইয়ার ছেলে। 


স্বজন ও আহত সূত্রে জানা যায়, জীবিকার প্রয়োজন দীর্ঘদিন যাবত আমি (এমদাদুল হক ভূইয়া) ঢাকায় বসবাস করি। পারিবারিক কাজে দুপুরে বাড়িতে আসার কিছুক্ষ পর বাড়ির লোকজন আমাকে জানায় আমার বসত বাড়ির পাশে আমার আম গাছ থেকে একই বাড়ির মৃত সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে জাকির হোসেন ভূইয়া (৪০) ও তার স্ত্রী নাহিদা আক্তার (৩৩) সহ অজ্ঞাত আরও দুই তিন জন আম পাড়তেছে।


আমি তাদের বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে আমাকে আঘাত করে এবং মুখে ঘুষি মেরে আমাকে জখম করে। যার ফলে আমার সামনের উপরের মাড়ির ২টি দাঁত পড়ে যায় এবং ০৬টি দাত আলগা হয়ে যায়। এ সময় আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্বজনেরা আমাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ