ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি তারণ্যের বাংলাদেশ করতে চায় : এড. এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৯ ২০:০৮:২৮
বিএনপি তারণ্যের বাংলাদেশ করতে চায় : এড. এমরান চৌধুরী বিএনপি তারণ্যের বাংলাদেশ করতে চায় : এড. এমরান চৌধুরী
 

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তরুণরাই হচ্ছে আমাদের শক্তি, আমাদের প্রাণ। চব্বিশের জুলাই বিপ্লবে আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে যে, কিভাবে অপশক্তির মোকাবেলা করতে হয়। আমরা পেছন থেকে তাদেরকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছিলাম, তাদের কাঁধে হাত রেখে রাজপথে ঢালের মতো দাঁড়িয়েছিলাম। তারা নিজেদের মেধা ও ভীরত্তের স্বাক্ষর রেখেছে। আমাদের নেতা তারেক রহমানকে তারণ্যের অহংকার বলা হয়।


তিনি ২০০১-২০০৬ সালের বিএনপি রাষ্ট্রপরিচালনার সময় সারাদেশে ঘুরে ঘুরে তারণ্যের সমাবেশ করেছিলেন, দেশকে নিয়ে তরুণদের ভাবনার কথা জানতে চেয়েছিলেন। কিন্তু ১/১১ সরকার সবকিছু তছনছ করে দেয়। বিএনপি তরুণদেরকে সাথে নিয়ে আগামীতে তারণ্যের বাংলাদেশ করতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 
শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আগামীর বাংলাদেশ নিয়ে তারণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
তিনি বলেন, ‍তরুনরাই দেশের ভবিষ‍্যত। গোলাপগনজে ৭ জন তরুন শহীদ হয়েছেন। তাদের সৃতির প্রতি শ্রদ্ধা জানান।

 
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের সময় সারাদেশের ন্যায় এই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা অবহেলিত ছিল। এই এলাকার মানুষের জীবন মানের কোন উন্নয়ন হয়নি। মানুষ স্বৈারাশাষক ও তাদের দোসরদের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল। জুলাই বিপ্লবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ নিজের বুকের তারা রক্ত বিলিয়ে দিয়েছে। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।

 
গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি কামাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম (তাজ), মাজহারুল ইসলাম হাসান, তাহের আহমদ, রাহাদ আহমদ বুলন, সুবেদ আহমদ, আবু তানিম আদনান।

 
গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক হুমায়ুন রশিদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ও উপস্থিত ছিলেন- নাসিম আহমদ, জাহান আহমদ, হেলাল আহমদ, রেশাদ আহমদ গাজী, সুহেল আহমদ, মুমিনুর রশিদ রুমন, নাহিদ আহমদ, রাহাদ আহমদ, জামিল আহমদ, তানভির আহমদ প্রমূখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ