বরিশালের হত্যা মামলার আসামী ঢাকা থেকে আটক।
আপডেট সময় :
২০২৫-০৫-০৯ ০১:০৫:৫১
বরিশালের হত্যা মামলার আসামী ঢাকা থেকে আটক।
হিজলা প্রতিনিধিঃ বরিশাল জেলার হিজলা উপজেলার আলোচিত শরীফ তফাদার হত্যা মামলার আসামী ঢাকা থেকে আটক, হিজলা থানার পুলিশের হাতে আটক হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুল ইসলামের নির্দেশনায় এস আই নুর আমিন একটি চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শ্যামপুর থেকে আটক করে।
উল্লেখ্য, গত ২৯ শে মার্চ উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে মেঘনা নদীর পাড়ে পরিকল্পিত ভাবে ১০/১২ জন মিলে পিটিয়ে গুরুতর আহত করে শরীফ তফাদারকে।পরে বরিশাল সেবাচিম নেওয়ার পথে মৃত্যু হয়।
সেই ঘটনায়, মামলার ১ নং আসামী রশিদ আকনের ছেলে বাবুল আকন (২২) আটক হয়। ইত্যিমধ্যে মামলার এজহার ভুক্ত ৩ জন আসামী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হিজলা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ আমিনুর ইসলাম জানান, সকল প্রকার অপরাধী আইনের আওতায় আনা হবে।শরীফ হত্যা মামলার আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ মামলার সকল আসামী আটক করে আদালতে পাঠানো হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স