গনহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না- নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের হুঁশিয়ারি।
আপডেট সময় :
২০২৫-০৫-০৮ ২৩:৫৮:৩০
গনহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না- নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের হুঁশিয়ারি।
মোঃ মেহেদী হাসান সরকার, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গন হত্যার বিচার দাবিতে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় মিছিল ও সমাবেশ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় বনপাড়া বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যরা বলেন, আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করা হয় নাই, এবং এই গনহত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না।
মিছিল টি বড়াইগ্রাম উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া- বাজার পৌরসভা গেটে এসে সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বড়াইগ্রাম উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাহবুব সরদার এর সভাপতিত্বে ও জেলা সংগঠক হাবিবুর রহমানের সঞ্চালনায়
এ সময় বক্তব্য রাখেন, নাটোর জেলা সদস্য সচিব সামিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা সদস্য সচিব মোঃ নুহু ইসলাম, মুখ্য সংগঠক মোঃ সাজেদুল ইসলাম শান্ত, যুগ্ম আহবায়ক সালমান এবং উপজেলা মুখ্যপাত্র শারমিন সুলতানা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স