মোঃ আলামিন (ফরিদপুর)। ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং আলফাডাঙ্গা শাখার সহ-সভাপতি, দৈনিক নাগরিক দাবি পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদকে পূর্বে শত্রুতার জের ধরে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিবেশিরা।
জানা যায়, গত ৭মে বুধবার আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় মা বেকারির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র দা,লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি অন্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া সাংবাদিক হারুন অর রশিদ (৪০) ও একই গ্রামের উবাইদুর রহমান কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন এর সহযোগীতায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। সাংবাদিক হারুন এর অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর ৫শত বেড এ ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, তার পায়ে ও মাথার অপারেশন করা লাগবে।
এ সময় বক্তরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, হাসিফ নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।