মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উল্লাপাড়া উপজেলার সাবেক সদস্য সচিব আজাদ হোসেন বলেন আমার ওপর যারা হামলা করেছেন তাদের কে ক্ষমা করে দিলাম।
আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করছি। হিংসা প্রতিহিংসা নয় মাইর এর বদলে মাইর নয়। সবাই সম্প্রতির রাজনীতি করি।
গত ১৭ এপ্রিল উল্লাপাড়া থানা ফটকের সামনে জামায়াত নেতা হাফিজুর ইসলাম হাতুড়ি দিয়ে বিএনপি নেতা আজাদ হোসেন মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে দীর্ঘ ২০ দিন চিকিৎসা শেষে গতকাল বুধবার বিকেলে উল্লাপাড়ায় আসলে বিএনপির নেতাকর্মীরা গণসংবর্ধনার আয়োজন করেন।
উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় আজাদ হোসেন তার ওপর হামলাকারীদের উদ্দেশ্যে বলেন।
আমি আপনাদের বাবার বয়সী মানুষ আমার ওপর কিভাবে আপনারা হামলা করতে পারলেন, তিনি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দল কি মানুষের ওপর আঘাত করতে শেখায়, এটা কি মানুষ করতে পারে, আপনাদের এমন আচরণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিবে।
এই সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি কেএম শরফুদ্দিন মঞ্জু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা স্বোচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক গোলাম আউলিয়া, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি ওবাইদুল ইসলাম মাহবুব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসায়াত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার সহ প্রমুখ।