ময়মনসিংহে- নিখোঁজের দু-দিন পর যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহে- নিখোঁজের দু-দিন পর যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহের- ভালুকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজল (২৫)। তিনি ভালুকা পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত শমর আলীর ছেলে। বুধবার (৭মে) সকালে ফায়ার সার্ভিসের পাশের রফিক কুমার নামক বিলের পানিতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়লোকজন।
পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সজল ওই বিলে কাজ করতেন। সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।
অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার সময় নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ভালুকা-মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স