ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহামারীর মতো ধেয়ে আসছে উষ্ণ তাপ প্রবাহ


আপডেট সময় : ২০২৫-০৫-০৮ ০১:৫৩:১৪
মহামারীর মতো ধেয়ে আসছে উষ্ণ তাপ প্রবাহ মহামারীর মতো ধেয়ে আসছে উষ্ণ তাপ প্রবাহ



শাহ কামাল সবুজঃ এবার বাংলাদেশে এই প্রথম ঘটতে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা। তাপপ্রবাহ দাবানল ছুটে আসছে বাংলাদেশে যা দেশের কিছু কিছু অঞ্চলকে কঠিন ভাবে আক্রান্ত করবে। 


 ধারণা করা হচ্ছে আগামী ৮ ই মে থেকে ১৫ ই মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহে গাছপালা, পশুপাখি ও মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। 
ঝড়ের মতো এ তাপদহেরও নাম দেয়া হয়েছে তাপপ্রবাহ দাবানল ২। বিশ্বে এর আগে এরকম আরেকবার তাপপ্রবাহ হয়েছিল তবে তা অন্যান্য কিছু দেশে।
এ তাপপ্রবাহ সারা দেশে থাকবে না। তবে আশংকা করা হচ্ছে এই তাপপ্রবাহ আক্রান্ত স্থানে তাপমাত্রা ৪০° সেলসিয়াস পার হয়ে উপরে উঠতে পারে।


জেনে নিন দেশের কোন কোন অঞ্চল এই তীব্র তাপপ্রবাহে আক্রান্ত হতে পারেঃ চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, নাটোর, নড়াইল, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, নঁওগা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, ও এর পার্শ্ববর্তী কিছু এলাকা। এইসকল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা + ৪০° সেলসিয়াস এর আশেপাশে অবস্থান করবে।


অন্যদিকে, মাঝারি তাপপ্রবাহ অনুভূত হতে পারে, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, টাঙ্গাইল, ও এর পার্শ্ববর্তী এলাকা।


এই সকল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা +৩৬°থেকে +৩৮° সেলসিয়াস এর আশেপাশে থাকবে বলে ধারণা করা হচ্ছে। 
তবে সম্পুর্ন সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে এ তাপপ্রবাহ আসছে না তেমন একটা।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মৃদু মানের তাপপ্রবাহ চলতে পারে। এই মৃদু তাপমাত্রায় জন জীবনে হা পিত্যেশ উঠে যাবে।


তাপপ্রবাহ চলাকালীন সময়ে তাপপ্রবাহ আক্রান্ত এলাকা গুলোতে বৃষ্টির পরিমান কমে যাবে। তারপরও আকস্মিকভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি পাত হলেও তাপমাত্রা থাকবে অনেক গরম।


তাপপ্রবাহ দাবানলের পর দেশের দিকে আবার একটি বৃষ্টি বলয় আসতে পারে। বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সে বৃষ্টি প্রবাহ জনজীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। 


এ বিষয় গুলোকে অনেকে কুরআন হাদিস মোতাবেক মহা প্রলয়ের শুরুর নির্দেশনা বলে মনে করছেন। 
পৃথিবী ব্যাপি যুদ্ধ, মহামারি, অগ্নি বায়ু, প্রবল বৃষ্টি, শিলা বৃষ্টি, বজ্রপাত, রক্ত বৃষ্টি এসব যখন প্রবল হয়ে উঠবে তখন তওবা করো। বেশি বেশি জান মালের দান, সদকা দাও। বুঝবে কিয়ামত নিকটে। কেবল মহাপরাক্রমশালী আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন যাকে ইচ্ছা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ