ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রবি'র স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে মত বিনিময় সভা।


আপডেট সময় : ২০২৫-০৫-০৮ ০০:৫০:২৪
রবি'র স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে মত বিনিময় সভা। রবি'র স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে মত বিনিময় সভা।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নীতিগত অনুমোদন পেয়েছে, ০৭ মে ২০২৫ তারিখে বেলা ১১ টার সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ১০ম সভায়।


এতে উচ্ছ্বাস প্রকাশ করেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ বিষয়কে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ বেলা ৬ টার সময়। 


এ সময়ে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এস এম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড.
সুমন কান্তি বড়ুয়া,সহকারী প্রক্টর বৃন্দ,কর্মকর্তা-কর্মচারী, পাঁচ বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

 
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি 
প্রফেসর ড.এস এম হাসান তালুকদার বলেন, " আজকে প্রকল্পটির যে অনুমোদন পেয়েছে তা শুধুমাত্র নীতিগত অনুমোদন এবং পরবর্তী একনেক সভায় চুড়ান্ত অনুমোদন হবে, তার আগে বনও পরিবেশ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান আসবেন পরিবেশ পর্যবেক্ষণ করার জন্য। 

 
এছাড়া বিভিন্ন উপদেষ্টাদের বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের বিষয়ে অনীহার কথাও জানান। তিনি আরও জানান বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে লতা-পাতার মতো গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় গুলো যার কোনো স্থায়ী রূপ দিতে পারেনি।

 
 তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করেই আমরা প্রকল্পের জন্য অনুমোদন পেয়েছি কারণ আন্দোলন করার ফলে পুরো দেশকে জানান দিতে পেরেছি এবং আমরা চেষ্টা করবো প্রকল্পের প্রত্যেকটা টাকা যেন স্বদভাবে ব্যাবহার হয়। " এছাড়াও এ বিষয়ে প্রো-ভিসি সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। 
 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ