ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে গাজা সহ আটক ৩ জন


আপডেট সময় : ২০২৫-০৫-০৭ ১৯:২৮:১৯
দুর্গাপুরে গাজা সহ আটক ৩ জন দুর্গাপুরে গাজা সহ আটক ৩ জন
 
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি।
 

রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ এক ব্যবসায়ী ও দুই সেবনকারিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বুধবার (৭মে) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), সেবনকারি শাহান আলী (৩২) অপরজনের নামও শাহান উদ্দিন (৩৫)।
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। ওসি জানান, গোলাম রাব্বি ওই এলাকার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ রাব্বির বাড়িতে অভিযান চালায়।
 
 
এ সময় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাব্বি ও দুইজন সেবনকারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আরও অধিক তর তদন্ত চলছে ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ