গোপালগঞ্জ প্রতিনিধি: ইয়ামিন ইসলামী ইমন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় শিক্ষকের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এসময় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাছে শিক্ষার্থীরা কষ্টদায়ক মন্তব্য প্রকাশ করে বলেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও অনেকবার এরকম শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও বিভিন্ন ঘটনায় পার পেয়ে গেছেন" ক্ষুব্ধ শিক্ষার্থীরা আরো বলেন, অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তি ও এর সাথে তার বহিষ্কারের জোরদার দাবি জানাই।