ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চিরকুটে লিখে আত্মহনন র‌্যাব কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৭ ১৭:৪৭:২২
চট্টগ্রামে চিরকুটে লিখে আত্মহনন র‌্যাব কর্মকর্তার চট্টগ্রামে চিরকুটে লিখে আত্মহনন র‌্যাব কর্মকর্তার

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে র‌্যাবের এক সিনিয়র সহকারী পরিচালক নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মৃত কর্মকর্তার নাম পলাশ সাহা, যিনি বিসিএস ৩৭তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা।

আজ বুধবার (৭ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা কিংবা স্ত্রী কেউ দায়ী নন আমি নিজেই দায়ী। কাউকে ভালো রাখতে পারিনি। স্ত্রী যেন সমস্ত স্বর্ণ নিয়ে নেয় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে দেখাশোনা করে। স্বর্ণ ছাড়া অবশিষ্ট সব কিছু মায়ের জন্য রেখে যাচ্ছি। দিদি যেন বিষয় গুলো সমন্বয় করে।

চান্দগাঁও র‌্যাব ক্যাম্পের এক কর্মকর্তা জানান, পলাশ সাহা কিছু পারিবারিক জটিলতার মধ্যে ছিলেন। ঘটনার দিন সকাল ১১টার পর র‌্যাব সদস্যরা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি নিজের কার্যালয়ে প্রবেশ করে নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক র‌্যাব কর্মকর্তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানে অংশ নেওয়ার আগে নিজের নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে সহকর্মীরা কক্ষে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। নিচে পড়ে থাকা ছিল তাঁর সার্ভিস পিস্তল এবং টেবিলের ওপর ছিল একটি সুইসাইড নোট।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ