ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড়ের সমস্যা সমাধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে -ডিসি হাবিব উল্লাহ মারুফ


আপডেট সময় : ২০২৫-০৫-০৭ ১৭:৩৬:৩৮
পাহাড়ের সমস্যা সমাধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে -ডিসি হাবিব উল্লাহ মারুফ পাহাড়ের সমস্যা সমাধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে -ডিসি হাবিব উল্লাহ মারুফ

 

মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি)

যতক্ষণ এই এলাকার মানুষদের শিক্ষায় আলোকিত করতে না পারাযাবে, ততক্ষণ পর্যন্ত সামাজিক অস্থিরতা ও মাদকের ভয়াভহতা কমেবে না। বিশেষ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ব। জনগণের যে প্রত্যাশা তা অবশ্যই পূরণ করার জন্য চেষ্টা করতে হবে আমাদের।

আজ ৭ মে ‍বুধবার সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে রাজস্থলী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, মৌজা হেডম্যান, কার্বারী, সাংবাদিক, এনজিওকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সহ-সভাপতি চাইথোয়াইপ্রু মার্মা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক বাবলু মিয়া, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও হেডম্যান প্রেমা তালুকদা প্রমুখ।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ