চাঁদার টাকা না পেয়ে পিটিয়ে ব্যবসায়ীর হাত ভেঙে দেয়ার অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৫-০৭ ১৬:২৯:৩৫
চাঁদার টাকা না পেয়ে পিটিয়ে ব্যবসায়ীর হাত ভেঙে দেয়ার অভিযোগ
ষ্টাফ রিপোর্টার বরিশাল : দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে যাত্রীবাহি ট্রলার থেকে নামিয়ে আবুল কালাম বালী (৫৮) নামের এক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়া হয়েছে। এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে আহত কালাম বালী অভিযোগ করেন।
গুরুত্বর আহত ওই ব্যবসায়ীকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনাটি ঘটেছে জেলার বানারীপাড়া পৌরসভার ফেরীঘাট নামক এলাকায়। কালাম বালী ওই উপজেলার নলশ্রী গ্রামের মৃত শুক্কুর বালীর ছেলে। দীর্ঘদিন তিনি (কালাম) বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বিগত সরকারের আমলে ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের প্রাক্কালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।
বুধবার (৭ মে) দুপুরে আহত ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম বালী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার তার লোকজনের মাধ্যমে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো।
তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মঙ্গলবার (৬ মে) বেলা বারোটার দিকে বানারীপাড়া পৌর শহর থেকে বাজার নিয়ে ট্রলারযোগে বাড়ি ফেরার পথে পৌর বিএনপির আহবায়ক নান্না হাওলাদারের নির্দেশে যুগ্ম আহবায়ক আব্দুস সালাম ও নান্না হাওলাদারের ছেলে পাভেল হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জনে লাঠিসোঠা ও লোহার রড নিয়ে ট্রলার থেকে তাকে নামিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার বলেন, কে বা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই।
এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স