হত্যা মামলার এজাহারনামীয় এবং দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভুক্ত ০১জন আসামী গ্রেফতার
হত্যা মামলার এজাহারনামীয় এবং দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভুক্ত ০১জন আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, র্যাব-১৩ এর অভিযানে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার হত্যা মামলার এজাহারনামীয় এবং দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভুক্ত ০১জন আসামী গ্রেফতার
‘বাংলাদেশ আমার অহংকার'- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গত ১৫/০৩/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানাধীন ভাতগাঁও গ্রামের জনৈকা হোসনে আরা বেগম এর ভুট্টাক্ষেতের মধ্যে ভিকটিমের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০১, তারিখ- ০৩/০৯/২০২৪।
এরই প্রেক্ষিতে গত ০৫/০৫/২০২৫খ্রিঃ রাত ২০.৪০ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বড় খোচাবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩ নং আসামী মোঃ জাহাঙ্গীর (৩৫), পিতা-মোঃ হামিদুল ইসলাম, সাং- ভাতগাঁও পশ্চিমপাড়া, থানা- ভুল্লি, জেলা- ঠাকুরগাঁও'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স