ঢাকায় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানালের সিলেট বিএনপির নেতাকর্মীরা
ঢাকায় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানালের সিলেট বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, দীর্ঘ প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে অবস্থান নিয়ে প্রিয়নেত্রীকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেন সিলেটের নেতারা। এসম তারা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, খসরুজ্জান খচরু, শেখ কবির আহমদ, সৈয়দ রহিম আলী রাশু, আলী হায়দার মজনু, খোরশেদ আহমদ খুশু, ডাঃ এনামুল হক, মুকসুদ আহমদ, আব্দুল মুমিন, ইফতেখার আহমেদ পাবেল, সেলিম আহমদ শেলু, জাকারিয়া পারভেজ প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স