ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রভাষক রনজিত কুমার রায়ের বিদায় সংবর্ধনা


আপডেট সময় : ২০২৫-০৫-০৬ ১৬:১৮:০৯
বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রভাষক রনজিত কুমার রায়ের বিদায় সংবর্ধনা বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রভাষক রনজিত কুমার রায়ের বিদায় সংবর্ধনা




মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহি বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রভাষক রনজিত কুমার রায় অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


৬ মে ২০২৫খ্রিঃ বেলা ১২ টায় হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রনজিত কুমার রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্র কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 


এসময় জীব বিদ্যা বিভাগের প্রভাষক সুনিত কুমার মুৎসুদ্দির সংঞ্চালনা, সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের সদ্য যোগদান করা অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ূব নূরী, এতে প্রধান অথিতি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, অত্র সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী থোয়াইসুইখই চৌধুরী।


সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী প্রভাষক রনজিত কুমার রায়। এতে বিশেষ অতিথি ও বিদায়ী অনুষ্ঠানের আহ্বায়ক  হিসেবে উপস্থিত ছিলেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক অংচাথুই মারমা,


আরও উপস্থিত ছিলেন, গণিত বিভাগের প্রভাষক বিজয় কুমার বড়ুয়া, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, রসায়ন বিভাগের প্রভাষক জায়তুন নুর বেগম, ব্যবস্থাপনা বিভাগের রুস্তম আলী, সাংবাদিক হাবিবুল্লাহ মিজবাহ, প্রদর্শক মোঃ জালাল উদ্দীন, উনুমং মারমা সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। 


এসময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরীজনিত কারণে প্রত্যেক শিক্ষক-কর্মকর্তা এবং সকল সরকারি চাকরি জীবিদের একটা সময় বিদায় নিতে হয়। এই বিদায় যেমন বেদনাদায়ক তেমনি আবার জীবনের একটি অংশ। বাঙ্গালহালিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে রনজিত কুমার রায়, কায়িক পরিশ্রম ও আর্থিক সহযোগিতা সহ অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন। কলেজের এমপিওভুক্ত থেকে সরকারিকরণ সব ক্ষেত্রেই রনজিত কুমার রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এসেছেন। এছাড়াও অন্যান্য শিক্ষকরা প্রভাষক রনজিত কুমার রায়ের সাথে তাদের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। 


বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কলেহ ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুলতান,  কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়৷ 


অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রভাষক রনজিত কুমার রায়কে ক্রেষ্ট প্রদান করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ