৩ জন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
৩ জন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গত ০৪ মে ২০২৫ তারিখ ১৯.৩০ ঘটিকায় রংপুর জেলার গঙ্গাচড়া থানার জিআর নং-১৭৭/১২ এবং প্রসেস নং-০২/২০২১ (সাজা) মূলে ০১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানায় পলাতক আসামী মোঃ বকুল মিয়া (৪০), পিতা-মৃত আকবর আলী, সাং-নীলক চন্ডী, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর'কে বদরগঞ্জ থানাধীন শ্যামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
০৫/০৫/২০২৫ তারিখ ১৯.২৫ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার জেলার সদর থানার জিআর নং-১৮/১৯, তাং- ২৮/১১/২০২২ খ্রিঃ মূলে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০/- (পাঁচ) হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ০৩ (তিন) মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ আব্দুল জলিল (৪৫), পিতাঃ আইন উদ্দিন, স্থায়ী সাং-ইসলামপুর (আব্বাসের মোড়), থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা’কে গাইবান্ধা জেলার সদর থানাধীন ইসলামপুর, আব্বাসের মোড় ০৮ নং ওয়ার্ড তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে এবং একই দিন ১৯.৩০ ঘটিকায় র্যাব-১৩ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রংপুর মহানগরীর সিআর নং-৬৩৩/২০ এবং দায়রা নং-১৩৮৫/২২ মূলে ০১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানায় পলাতক আসামী মোঃ মতিয়ার রহমান (৪৫), প্রোঃ মায়ের দোয়া ট্রেডার্স, পিতা-মোঃ সফুর উদ্দিন, ব্যবসায়ীক ঠিকানা: লাহিড়ীরহাট, স্থায়ী ঠিকানা: সাং-পশ্চিম শালমারা,ডাক: কেরানীরহাট, থানা-হাজীরহাট মেট্রো, জেলা-রংপুর’কে রংপুর মহানগর হাজীরহাট থানার শালমারা বাজার এলাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স