উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সোমবার ৫ মে দুপুরে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় আত্রাই নদীর ধারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে নাহমির নদীর ধারে ভ্রাম্যমান হাসের খামারে হাঁস দেখভালের কাজ করছিল ওই সময় বজ্রপাতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে।
এঘটনায়, হাঁস খামারের মালিক বাবু আহত হযে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে।
পত্নীতলা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মোখলেসুর মেম্বার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নদীর ধারে হাঁসের খামরে ছিল সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, এ ধরনের খবর শুনেছি। নওগাঁ।