মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিন্টু।
সোমবার (৫ মে) বিকেলে উল্লাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি সিদ্দিক মিন্টু অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের দোসর সাবেক এমপি তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী এবং সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমানের দায়েরকৃত এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে ‘মিলকান হোসাইন’ নামে একটি ফেইসবুক পেজ থেকে আমার ও বিএনপির অন্যান্য নেতাদের নাম জড়িয়ে একটি ভুয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল হিংসামূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে আমার ব্যক্তিগত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি উল্লাপাড়া মডেল থানায় মোঃ মিলকান (৩৮) নামক এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন, বলেও জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উল্লাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবির হাসান, সামিউল ইসলাম জসিম ও পৌর যুবদলের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।