রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজা- সহমাদক কারবারী গ্রেফতার-২
আপডেট সময় :
২০২৫-০৫-০৬ ০০:৫৬:১৫
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজা- সহমাদক কারবারী গ্রেফতার-২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পরিবহনকালে বিপুল পরিমান গাঁজা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৫ মে) ভোর পৌনে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় থেকে তাদের গ্রেফতার করা গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নূহ আলী (২৭), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীনগর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে ও মোঃ তাজেল আলী (৩৪), সে একই গ্রামের মৃত সহবুল আলীর ছেলে। সোমবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায় সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ময়মনসিংহ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘শামীম এন্টারপ্রাইজ (প্রাঃ) লিঃ’ পরিবহনে যাত্রীবেশে দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা চাপাইনবাবগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ে রাজশাহী- চাঁপাই মহাসড়কের উপর র্যাবের টহল দল একটি অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করেন। চকপোষ্ট পরিচালনাকালে নগরীর আমচত্ত¡র হয়ে বাসটি চেকপোষ্টের কাছে আসলে বাস থেকে বর্ণীত ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
এসময় বাসে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় বস্তার ভাজে লুকানো অবস্থায় ১৪ কেজি ৪৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাসে গ্রেফতার মাদক কারবারীরা উদ্ধারকৃত গাঁজা গুলি তাদের বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে বাস ও ট্রেনে পণ্য পরিবহণের আড়ালে গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। এছাড়াও তারা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী স্থান থেকে গাঁজা সংগ্রহ করে থাকে বলে স্বীকার করে ।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স