ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রোড এস্কিডেন্টে ছাত্রীর মৃত্যু শোক প্রকাশ।


আপডেট সময় : ২০২৫-০৫-০৬ ০০:৩২:২৭
রোড এস্কিডেন্টে ছাত্রীর মৃত্যু শোক প্রকাশ। রোড এস্কিডেন্টে ছাত্রীর মৃত্যু শোক প্রকাশ।
 


মো : কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার সময় বোয়ালিয়া কবরস্থান সংলগ্ন মিশুক গাড়ী (ভ্যান) দু' র্ঘ'ট'না'য় কলেজ ছাত্রী আহত, আ'শ'ঙ্কাজ'ন'ক অবস্থায় হস'পিটা'লে নেওয়ার পর মৃ'ত্যু'ব'র'ণ করেন। মেয়েটার নাম ইসরাত (১৭)  পিতা নাম আসলাম ডাক্তার  (গুয়াগাতি পূর্বপাড়া)

 
রোড এক্সিডেন্ট এ হামিদা পাইলট স্কুল এ্যান্ড কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী ইসরাত জাহান আজ মারা গেছে। বিকালে রোড এক্সিডেন্টে  বোয়ালিয়া কবরস্থানের কাছে মারাত্বক ভাবে আহত হয়, তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সে মৃত্যুবরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন), ১২ মে হতে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় সদাহাস্য ইসরাত জাহানের অংশগ্রহণের কথা ছিল, ভাগ্যের নির্মম পরিহাসে তার আর পরীক্ষায় বসা হলো না।


ইসরাত জাহানের মৃত্যুতে প্রতিষ্ঠানের সবাই শোকাহত ও মর্মাহত, ইসরাত জাহানের অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানের পক্ষে গভীর শোক প্রকাশ করেছে, এবং তার রুহের মাগফিরাত কামনা করছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন সে সাথে তার পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি প্রদান করুন, আমিন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ