নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি- নওগাঁ জেলা সদরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় 'ফারিয়াল হোটেল আবাসিক' এর নির্মাণাধীন ইটের প্রাচীর ধসে ২ পথচারীর গুরুতর আহতের ঘটনা ঘটেছে। সোমবার (০৫ মে) বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, একমি ফুড প্রোডাক্টস এর বিক্রয় প্রতিনিধি মোঃ তুফান (৩০) ও মোঃ আফতাব উদ্দিন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ বিধিমালা না মেনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ছাড়াই পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে মেইন রোডে অবস্থিত আবাসিক হোটেল 'ফারিয়াল হোটেল আবাসিক' এর চতুর্থ তলায় টিন চালের উপর দিয়ে প্রাচীর নির্মানের কাজ চলছিল।
হোটেল ভবনের নীচতলায় ডিপার্টমেন্টাল স্টোরে একমি ফুড প্রোডাক্টস এর বিক্রয় প্রতিনিধি ও একজন ক্রেতা লেনদেন সেরে দোকানটি থেকে বেড় হতেই ৪ তলা থেলে নির্মাণাধীন প্রাচীরের কিছু অংশ ধসে তাদের উপরে পরে। এতে দুজনের মাথায় গুরুতর জখমসহ আহত হোন। পরে স্থানীয়রা নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করেন।
প্রত্যক্ষদর্শী সেই ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী মোঃ শিপন জানান, দুজন আমার দোকান থেকে বের হতেই তাদের উপরে প্রাচীরটি ধসে পরে। ব্যাপক রক্তপাত ও দুজনের মাথায় গুরুতর জখম হয়েছে।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাদেকুল বারী জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে।