বিশেষ প্রতিনিধি : বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন সচিবালয় করতঃ অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের কে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম - ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম - ১২তম গ্রেড
ভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা। সোমবার (৫ মে) সকালে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনে সকাল সাড়ে নটা হইতে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। এ সময় দূর দূরান্ত থেকে আসা বিচার প্রত্যাশীরা দুর্ভোগের সম্মুখীন হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু, ও মো: মাইনুল ইসলাম প্রমূখ।