ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৫-০৫ ২২:১৪:৪৮
কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার
 

 
শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ জন আসামী সহ ৫ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার (৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। 


গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গোবরা গ্ৰামের মোঃ জিয়াদ আলী সরদারের ছেলে মোঃ আজিম উদ্দিন (২৫) সে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া মহেশ্বরীপুর গ্ৰামের মনিরুদ্দীন শেখের ছেলে সোলেমান শেখ, জোড়শিং গ্ৰামের মোঃ শহীদ গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী, মঠবাড়ি গ্ৰামের ইয়াকুব সানার ছেলে মোঃ ইয়াছিন সানা, মহেশ্বরীপুর গ্ৰামের আবু তালেব ঢালীর ছেলে মোঃ কোবাত আলী (৫২)।


এদের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়রা থানার  অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক  জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ