অপহরণ মামলার ভিকটিম পল্লীচিকিৎসক মোঃ তরিকুল ইসলাম কে বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে উদ্ধার।
অপহরণ মামলার ভিকটিম পল্লীচিকিৎসক মোঃ তরিকুল ইসলাম কে বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এবং র্যাব-১২ এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম পল্লীচিকিৎসক মোঃ তরিকুল ইসলাম (৩০)-কে বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে উদ্ধার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, আর্থিক লেনদেনজনিত বিরোধের জের ধরে গত ০২/০৫/২০২৫ খ্রিঃ তারিখ সময় অনুমান বিকাল ০৪:৪০ ঘটিকায় গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন ভাতগ্রাম এলাকা থেকে ভিকটিম মোঃ তারিকুল ইসলামকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করা হয়। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৩/০৫/২০২৫ খ্রিঃ।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা এলাকা থেকে অদ্য ইং ০৫/০৫/২০২৫ তারিখ বিকাল ০৩:২৫ ঘটিকায় ভিকটিম মোঃ তরিকুল ইসলামকে উদ্ধার করতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় উদ্ধারকৃত ভিকটিমকে বিধি মোতাবেক গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স