ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের পুরোহিত গোবিন্দ রায় চৌধুরীর পরলোকগমণ

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৫-০৫ ১৭:২৮:২৯
বানারীপাড়ায় কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের পুরোহিত গোবিন্দ রায় চৌধুরীর পরলোকগমণ বানারীপাড়ায় কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের পুরোহিত গোবিন্দ রায় চৌধুরীর পরলোকগমণ
 

 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী লোকনাথ  মন্দির, কুন্দিহার কালী মন্দির ও কেন্দ্রীয় মহাশশ্মানসহ উপজেলার বিভিন্ন মন্দিরের প্রধান পুরোহিত, গোবিন্দ রায় চৌধুরী (৭৭) সোমবার (৫ মে) সকাল ৮টা ৪০  মিনিটের সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেন। 


প্রয়াণকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গৌতম সমদ্দারের ভগ্নিপতি। এদিন (সোমবার) দুপুরে বানারীপাড়া সার্বজনিন দুর্গা মন্দির, কেন্দ্রীয় বাজার হরিসভা ও লোকনাথ মন্দির প্রাঙ্গনে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় মহাশশ্মানে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়।


এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ