ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৫-০৪ ২১:২৯:৩৭
বদরগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন বদরগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন
 

 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই' এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের অরাজকতা সৃষ্টির পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩মে) বেলা ১১ টায় কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজারে তৌহিদী জনতা ও নাগের হাটের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


পুটিবাড়ী মাদ্রাসার শিক্ষক হোসেন (মাঃ) সভাপতিত্বে মাদকবিরোধী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন কুতুরপুর ইউনিয়ন সভাপতি জাকারিয়া রাসেল, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি হারুনুর আর রশিদ, সারোয়ার আলম সবুজ, ইউনিয়ন বিএনপি নেতা অহিদুল হক, কলেজছাত্র শাহরিয়ার কবির শাকিল, মাসুদ রানা প্রমুখ।


 
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা এলাকায় নজিরবিহীন সম্রাজ্য গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে কথা বললেই তারা নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। তাই এখনই তাদের প্রতিহত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ