ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : নতুন নেতৃত্বে আবু দাউদ ও মাহফুজুর রহমান


আপডেট সময় : ২০২৫-০৫-০৪ ১৫:০২:৩৭
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : নতুন নেতৃত্বে আবু দাউদ ও মাহফুজুর রহমান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : নতুন নেতৃত্বে আবু দাউদ ও মাহফুজুর রহমান

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : নতুন নেতৃত্বে আবু দাউদ ও মাহফুজুর রহমান

মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার (৩ মে) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান বাবু।


কই সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি। মোট ৭১০ জন ডেলিগেট ভোট প্রদান করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি নবনির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।


সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সেকেন্দার আলী। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু।


আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বক্তব্য দেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন।


সম্মেলন উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নেতাকর্মীরা ব্যানার ও শ্লোগান নিয়ে অংশ নেন। অডিটোরিয়াম চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।


উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি হন আবু দাউদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ২০২০ সালে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং সেকেন্দার আলীকে সদস্য সচিব করে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল বিএনপিতে সাংগঠনিক পুনর্জাগরণের একটি সুযোগ তৈরি হয়েছে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ