মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান চোলাইমদসহ মংলা (৪০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ মে) রাতে মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার মংলা (৪০), মহানগরীর শাহমখদুম থানার নতুনপাড়া এলাকার মৃত বিষুর ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় দুই ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক কারবারী মংলাকে গ্রেফতার করে এসআই মোঃ শাহ্ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স। তবে মংলার সহযোগী মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক মাদক কারবারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।