ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মার্ডি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৪ ০২:৩৮:৩১
গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মার্ডি গ্রেফতার গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মার্ডি গ্রেফতার

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী ব্যাজন মার্ডি‘কে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৩টায় গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী শ্রী ব্যাজন মার্ডি (৫৬), সে গোদাগাড়ী থানার শাহাপুর ময়হাপাড়া গ্রামের মৃত ফকর মার্ডির ছেলে। শনিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজার এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী ব্যাজন মার্ডি ছদ্মবেশে দীর্ঘদিন যাবত গা ঢাকা দিয়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামী নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের সাজা ঘোষনার পর থেকে সে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিল। পরে গ্রেফতার আসামীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী থানা পুলিশ।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ