ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আরিফুল খুনের মামলার পলাতক আসামী ওমর ফারুক কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ১১:৫৯:০৮
আরিফুল খুনের মামলার পলাতক আসামী ওমর ফারুক কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। আরিফুল খুনের মামলার পলাতক আসামী ওমর ফারুক কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে ভিকটিম আরিফুল খুনের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামী ওমর ফারুক (৩০)’কে কক্সবাজার থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৫।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভিকটিম আরিফুল ইসলাম (২৭) এর সাথে অভিযুক্ত ওমর ফারুক এর টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ হয়।

পরবর্তীতে গত ২৭/০৪/২০২৫ তারিখ অভিযুক্ত ওমর ফারুকের বাড়িতে ভিকটিমের পরিবারের সাথে পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের চিৎকার শুনে ভিকটিম আরিফুল ঘটনাস্থলে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামী ওমর ফারুক তার হাতে থাকা সুইচ গিয়ার দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের বাম পার্শ্বে তলপেটে চুরিকাঘাত করে এবং এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। পরে আশেপাশের লোকজন ভিকটিমকে গুরুত্বর অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে গত ২৮/০৪/২০২৫ তারিখ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আরিফুল’কে মৃত ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে ভিকটিমের ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। যাহা টঙ্গী টঙ্গী পূর্ব থানার মামলা নং-৫৭ তারিখঃ-৩০/০৪/২০২৫ খ্রিঃ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড। পরে গাজীপুরের টঙ্গীতে চুরিকাঘাতে যুবক হত্যার বিষয়টি মিডিয়ায় ব্যপকভাবে আলোচিত হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এবং র‌্যাব-১৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী মোঃ ওমর ফারুক (৩০), পিতা-আবুল কাশেম, সাং-পাগাড়, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’কে ইং ০২/০৫/২০২৫ তারিখ ০২.৪৫ ঘটিকার সময় কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ