ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা উদ্যোগ ক্যান্সার রোগী ও অসহায়দের মধ্যে ছাগল বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ১১:২২:২৯
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা উদ্যোগ ক্যান্সার রোগী ও অসহায়দের মধ্যে ছাগল বিতরণ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা উদ্যোগ ক্যান্সার রোগী ও অসহায়দের মধ্যে ছাগল বিতরণ




মোঃ অপু খান চৌধুরী : ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক আলোচনা সভা ও ক্যান্সার এবং অসহায় রোগীদের মাঝে ১১০ টি ছাগল বিতরণ করা হয়। গত ১ মে (বৃহস্পতিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলর পরিচালনায় সভাপতিত্ব করেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি লায়ন মোস্তাফা কামাল। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মিতা ইয়াছমিন। উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সহসভাপতি যথাক্রমে রবিউল ইসলাম, কামাল উদ্দিন আহাম্মদ, শফিকুল ইসলাম দুলাল, যুগ্ন সাধারন সম্পাদক যথাক্রমে মহসিন কবির সরকার, জুনায়েদ আহাম্মদ জুয়েল, শরিফুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সিপু, অর্থ সম্পাদক রেজাউল করিম বাদল, দপ্তর সম্পাদক কামরুল আহসান ভূইয়া, প্রচার সম্পাদক আরিফুল হক ভূইয়া, যুগ্ন প্রচার সম্পাদক ইন্জিনিয়ার আলমগীর সদস্য মোঃ হাসান, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন ভূইয়া, শামীম আল মামুন বাদল,মোঃ জয়নাল হাজারী, গাজী ইস্রাফিল, উপস্থিত ছিলেন, ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, অধ্যাক্ষ খোরশেদ আলম, এমরান মাষ্টার প্রমুখ।


বিকেলে প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মিতা ইয়াসমিন। এসময় বক্তৃতারা সংগঠনের উন্নয়নে আরো গতিশীল করার জন্য আলোচনা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ