মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শুক্রবার সকালে সাপের কামড়ে মো: মিরাজ চৌকিদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিরাজ চৌকিদার দাউদখালী ইউনিয়নের পশ্চিম পাঠাকাটা গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ চৌকিদার সকাল ৯ টার দিকে পাকা ধান কাটার উদ্দেশ্যে মাঠে যাওয়ার কিছু সময় পরে তিনি বুঝতে পারে তাকে সাপে কেটেছে। তারপর তিনি বাড়িতে এসে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে বরিশালে যাওয়ার পথে ১১টায় তার মৃত্যু হয়।