ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে ভাতিজায়-চাচাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ০৭:৪৪:০৯
নান্দাইলে ভাতিজায়-চাচাকে কুপিয়ে হত্যা নান্দাইলে ভাতিজায়-চাচাকে কুপিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের-নান্দাইলে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে ও গাছ কাটার জেরে আপন চাচাতো ভাইয়ের ছেলে ভাতিজা তার চাচা দিলোয়ার হোসেন দিলু কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মুসল্লী ইউনিয়নের শুভখিলা গ্রামে এ হত্যার ঘটনা ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ঘাতক ভাতিজা এনামুল (৪০) কে আটক করে থানা নিয়ে যায়।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালীগঞ্জ রেলসেতু সংলগ্ন শুভখিলা গ্রামের মৃত: শিরো মিয়ার পুত্র নিহত দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে দীর্ঘদিন ধরে তার আপন চাচাতো ভাই হামিদুল হকের পুত্র এনামুল হকের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন পূর্বে ভাতিজা এনামুল হক জোরপূর্বক গাছ কেটে নেওয়াতে প্রশাসনের নিকট অভিযোগ করে বাধা দিয়েছিলেন চাচা দেলোয়ার হোসেন।

এতে ভাতিজা এনামুল হক ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (১মে) বিকালের দিকে দেশীয় অস্ত্র দা দিয়ে চাচা দেলোয়ার হোসেন দিলুকে কুপিয়ে আহত করে। এসময় দিলু প্রাণ রক্ষার্থে দৌড়ে গিয়ে প্রতিবেশী সাদেক মিয়ার বাড়ির উঠানে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়।

এ সময় দিলোরস্ত্রী রুমা আক্তার তার স্বামীকে বাঁচাতে গেলে ঘাতক এনামুল হক ঐ-স্বামী-স্ত্রী দুজনকেই কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত দেলোয়ার হোসেন দিলু ও রুমা আক্তারকে, কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে দেলোয়ার হোসেন দিলুর মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে এনামুল হককে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ