নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য ১০ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব ১১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৮১ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১০৫ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৬৬ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৬৭ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ০১ মে, ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ১৬:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১০ কেজি গাঁজা সহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছেন। এই সময় উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেন।
আটককৃতরা হলো; ১। মোহাম্মদ আমান ওরফে জীবন (৫৪) পিতা-মোঃ রওশন আলী, মাতা-রাবেয়া খাতুন, সাং-দেউস, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ মাসুদ রানা (২৫) (মাইক্রোবাসের চালক), পিতা-মৃত নশু মিয়া, মাতা-মোসাঃ রাহিমা বেগম, সাং-শশিদল, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা ৩। মোসাঃ জাহানারা বেগম (৫০), স্বামী-মৃত মানিক মিয়া, পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-আলেহা বেগম, সাং-দেউস, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা, ৪। মোসাঃ বৃষ্টি (১৯), স্বামী-মোঃ মোস্তফা, পিতা-মৃত মানিক মিয়া, মাতা-মোসাঃ জাহানারা বেগম, সাং-দেউস, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৫। মোসাঃ ইয়াসমিন (১৩), পিতা-মৃত মানিক মিয়া, মাতা-মোসাঃ জাহানারা বেগম, সাং-দেউস, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু পরস্পর যোগসাজশে জব্দকৃত মাইক্রোবাসে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ১০কেজি গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তদেরকে উপরে উল্লিখিত সময় ও স্থান হতে বর্ণিত আলামত সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।