ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত শ্রমিকের অধিকার দিবস


আপডেট সময় : ২০২৫-০৫-০২ ১৯:৫০:১০
কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত শ্রমিকের অধিকার দিবস কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত শ্রমিকের অধিকার দিবস

 
শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি : শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও—এই দৃপ্ত শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার।


 
বুধবার (১ মে) সকালে কালিহাতী ট্রাক অফিসের সামনে থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র‌্যালি, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।


 
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, , পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল  ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সালাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা লুৎফর রহমান লেলিন ও ইদ্রিস আলী ।

 
এছাড়া পৃথকভাবে বে-সরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের কালিহাতী শাখার পক্ষ থেকেও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন শাখার আহ্বায়ক আবুল কাশেম ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন। এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বাচ্চু, শ্রমিক নেতা রাজ্জাক ও রতন বাকশী প্রমুখ।

 
উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশের শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও আলাদা ব্যানার নিয়ে মিছিল ও সমাবেশ করেন। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা জামাতে ইসলামেন নায়েবে আমির অধ্যাপক খন্দাকার আব্দুর রাজ্জাক। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামাতে ইসলামের কর্মিরা উপস্থিত ছিলেন। 

 
আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, মে দিবসের তাৎপর্য কেবল স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই দিন আমাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও সংগঠিত, সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানায়। তাঁরা ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ