ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গায় শ্রমিক সংগঠনের মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-০২ ০৩:০৮:১৭
সলঙ্গায় শ্রমিক সংগঠনের মহান মে দিবস পালিত সলঙ্গায় শ্রমিক সংগঠনের মহান মে দিবস পালিত

 
 
 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
মহান মে দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। থানা সদরে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (১মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। যা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে রামারচর বিশ্বরোড হয়ে গোঁজা ব্রীজ দিয়ে সলঙ্গা মাদ্রাসা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ। এসময় থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিক মাঝে দিক বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 
দুপুর ১২ টায় সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যানারে শতশত নির্মাণ শ্রমিকদের নিয়ে তাদের ন্যায্য দাবী আদায়ের শ্লোগান শ্লোগানে মুখরিত ছিলো বাজার মেইন মেইন রাস্তাগুলো। সমস্ত বাজার ঘুরে সলঙ্গা ফাজিল মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন সংগঠনটি। সংগঠনের সভাপতি রবিউল করিম দুহার সভাপতিত্বে নির্মাণ শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানিক মিয়া, শ্রমিক নেতা মজনু আলম ও সাদ্দাম হোসেন। 
 
বিকেলে সলঙ্গা থানা শ্রমিক দলের উদ্যোগে সিরাজগঞ্জ রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ সহ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভায় কয়েক শত শ্রমিক উপস্থিত ছিলেন। 
 
কয়েকটি আলোচনা সভা ঘুরে জানা যায়, সেখানে অতিথি গণ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়ে ছিলেন, তাদের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে ৮০ টি দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেছে। 
 
মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন পালন হলেও এখনো অনেক দেশে এটি বেসরকারি ভাবে পালিত হচ্ছে।
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ