নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন,ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আহত অনেক হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। এতো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই সুযোগ নিয়ে এখন ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থাকতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসিত হতে দেয়া হবে না। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ তাদেরকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিবে না।
বুধবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরে মিথ্যা অভিযোগে আটক ৫ ছাত্রদল নেতাকে মুক্ত করে বিএনপি,ছাত্রদল,যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল শেষে পথসভায় পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, দীর্ঘ দেড় যুগ সারাদেশের ন্যায় এই এলাকার মানুষও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। নিজেদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন নি। মিডনাইট ও ডামি নির্বাচনের নামে ক্ষমতার চেয়ার দখল করে রাখা হয়েছিল।আগামীতে জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই এলাকার কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক কাউন্সিলার জামিল চৌধুরী সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর যুবদলের আহবায়ক এনাম আহমদ,যুগ্ন আহবায়ক কামাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুফিয়ান আহমদ খান, পৌরছাত্রদলের তারেক আহমদ, বদরুল আহমদ প্রমুখ।