মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন রাজস্থলীতে
আপডেট সময় :
২০২৫-০৫-০১ ১৮:৪৮:২৫
মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন রাজস্থলীতে
মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি)।
শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, থানা প্রতিনিধি এসআই হাফিজ আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। এ বছরের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের প্রতিপাদ্য ছিল “শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”।
এসনয় বক্তারা বলেন, যুগ যুগ ধরে শ্রমজীবীরাই আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখে আসছেন। দেশ এবং দেশের আপামর জনসাধারণের উন্নয়নের জন্য শ্রমিকদের ভুমিকাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে দেশীয় শিল্প টিকিয়ে রাখতে হলে উৎপাদনশীলতার পাশাপাশি শ্রমিকদের জন্য ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এবং শ্রমজীবীদের ন্যায্য অধিকার আদায়ে মালিক -শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স