ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৫-০১ ১৪:০৪:৪০
দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার


 
 
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : চোলাই মদের কারখানার সন্ধান পাওয়ার পর, রাজশাহীর দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।

 
এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করে মা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়।
 
 
ওসি দুরুল হোদা জানান, “দীর্ঘদিন ধরে তারা এলাকায় মদ তৈরির কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ৩০/৪/২৫ তারিখ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”


তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
 
 
এদিকে, থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ