ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

র'বির রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে নাইম-মাসুদ

banews
আপডেট সময় : ২০২৫-০৫-০১ ০২:১৩:৩৭
র'বির রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে নাইম-মাসুদ র'বির রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে নাইম-মাসুদ


 
 
ক্যাম্পাস প্রতিনিধি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাইম জীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী মো:মাসুদ রানা। 

 
এছাড়া, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসানুল হাবিব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহিমা আফরিন রিমা।

 
 বুধবার (৩০এপ্রিল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ আয়োজিত মিলন মেলায় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এ কমিটি অনুমোদন করেন। 

 
সভাপতি জান্নাতুল নাইম জীম বলেন, রংপুর বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ২০২১ সালে রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। "বাঁধিব আজকে প্রাণের বাঁধনে" এই স্লোগানটিকে সামনে রেখে রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি  লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে আসছে। 

 
এরই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আরো নতুন কিছু যুগ উপযোগী সিদ্ধান্ত এবং সেবামূলক কাজ করতে নিজেকে সদা তৎপর রাখবো। সেইসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সংগঠনটির কাজের মাধ্যমে সংগঠনটিকে সারা বিশ্বে পরিচিত লাভের জন্য কাজ করে যাব। 
আশা করি সকলের সহযোগিতায় প্রাণের সংগঠন রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি তার লক্ষ্য অর্জনে সাফল্যমন্ডিত হবেই হবে।

 
সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ বলেন, সংগঠনটির সেক্রেটারি হিসেবে সংগঠনের সকল সদস্যদের তাদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের জন্য, সংগঠনের সদস্যদের জন্য এবং সকল সেবামূলক কাজের জন্য আহ্বান জানাই এবং আপনাদের হাত ধরে আমাদের হাত ধরে আমাদের সংগঠনটি সামনের দিকে অগ্রসর হোক এ প্রত্যাশাই ব্যক্ত করি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ