ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


আপডেট সময় : ২০২৫-০৪-৩০ ২২:৪৯:৫১
কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 
বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার কালিগংগা নদীতে কাউখালীর অভ্যন্তরে সয়না মেঘপাল এলাকা থেকে ফাহিম ড্রেজারের পরিচালনাকারী পিরোজপুর সদরের আবুল বাশারের ছেলে নিয়াজ মোর্শেদ অবৈধভাবে অন্য উপজেলা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এই খবর পেয়ে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের


মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানের সময় কাউখালী থানার একটি পুলিশ টিম অংশগ্রহণ করেন।


এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, অবৈধভাবে কাউখালী অভ্যন্তরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন।

 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ