ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-৩০ ০২:৩১:৫৯
১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রমজান (৫২) ’কে কেরানীগঞ্জ থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রমজান কে অদ্য ২৮/০৪/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় রাজধানী কেরানীগঞ্জ থানাধীন সিরাজনগর এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উক্ত মামলার বাদী ও তার পরিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আসামির সাথে বাদী ও তার পরিবারের পরিচয়ের সূত্র ধরে আসামি বাদীর বাসায় যাওয়া আসা করতো। এরই প্রেক্ষিতে গত ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় আসামি বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় (মামলা নং ৩২ তারিখ- ১১/০৪/২০২৫ ইং, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত ২০০৩) এর ৯(১) দায়ের করেন। র‌্যাব-২ উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৮/০৪/২০২৫ইং তারিখ সন্ধ্যায় কেরানীগঞ্জ থানাধীন সিরাজনগর এলাকায় আভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গেপ্তারকৃত আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ