নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রী কে পালাক্রমে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
আপডেট সময় :
২০২৫-০৪-২৯ ২২:৩৬:১৬
নওগাঁয় স্কুল পড়ুয়া ছাত্রী কে পালাক্রমে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
রায়হান সাপাহার নওগাঁ (প্রতিনিধি) : নওগাঁয় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দু'জন যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সাথে তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন, নওগাঁর পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছর বয়সী স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহ্ এর আম বাগানের দো-চালা ঘরে নিয়ে যায় সাকিল।
সেখানে সাকিল ও আব্দুল আলীম ঐ ছাত্রীকে জোর পূর্বক পলাক্রমে ধর্ষণ করেন। পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে আজ ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত দু'জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দেন। এসময় জরিমানার টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স